আসছালামু আলাইকুম বন্ধুরা? কেমন আছো সবাই? আসা করি আলহামদুল্লিহ আল্লাহ এর রহমতে ভালোই আছো ! ইনসাহ্ আল্লাহ আজ তোমাদের মাজে এমন কিছু Powerful Windows Software নিয়ে এসেছি যা হয় তো তোমরা আগে কখনো দেখোনি । প্রতিটা Software আমাদে প্রতিদিনের প্রয়োজনিয় কাজে লেগে থাকে । এই সকল Software USE করলে তোমাদের কাজ অনেক টা সহজ হয়ে যাবে এবং তোমাদের কাজ গুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবে।
তো চলো যেনে আসি Powerful ১০ টি Windows Software এর বিস্থারিত ।
Powerful Windows Software |
১.Everything [Software Size: 1.4MB]
এই Software এর কাজ হচ্ছে খুজে বের করা অর্থাৎ Search করা । এই Software এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে যেখানেই কোনো ফাইল লুকিয়ে রাখেন না কেনো এই Software আপনাকে সেই ফাইলটি খুজে বের করে দিবে । Windows এ যে Default যে Search দেওয়ার Option থাকে সেটি তুলোনা মুলোক ভাবে অনেক দেরিতে কাজ করে । কিন্তু আপনি যদি Everything Software Download করে রাথেন আপনার কম্পিউটারে তা হলে আপনি Search দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি নিয়ে আসবে । আর সব চাইতে মজার কথা হলো আপনার কম্পিউটারে কোনো ফাইল যদি Lock করাও থাকে সেই ফাইলটিও বের করে আপনতে পারবে। তাই আপনার সময় বাচানোর জন্য এই Software টি ব্যবহার করতে পারেন । এটি আপনার কম্পিউটারে বেশি জায়গা দখল করে রাখবে না । এই Software এর সাইজ হলো মাএ ১.৪ এমবি । ভালো লাগলে Software টি Download করে দেখতে পারেন ।
Software টি Download করার জন্য Google Search করলেই প্রথমে চলে আসবে । সেখান থেকে Download করে নিবেন ।
২.Unlocker [Software Size: 338 KB]
এই Software টি এত ছোটো কিন্তু এর কাজ হচ্ছে অনেক বড়। ছোটো Software বলে কেউ একে Ignore করবেন না । এই Software টি আপনার কম্পিউটারে জন্য অনেক গুরুত্বর্পন্য । এই Software টির কাজ হচ্ছে Vires জাতীয় যে সব ফাইল আছে সেই ফাইল গুলোকো Delete করা । অর্থাৎ যে সকল ফোল্ডার কম্পিউটার থেকে Delete হয় না সেই সকল ফোল্ডার Delete করা খুব সহজেই । আপনার কম্পিউটারের যে সকল ফোল্ডার কোনো ভাবেই Delete হয় না সেই সকল ফোল্ডার খুব সহজেই এই Software দিয়ে ডিলেট করতে পারবেন । Software টির সাইজ ও বেশি না । প্রয়োজন হলে অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন ।
৩. Texter [Software Size: 462 KB]
এই Software টি তাদের জন্য জারা সারাক্ষন লেখা লিখি করেন । তাদরে জন্য এই Software টি খুব কাজে আসবে । এর কাজ হচ্ছে ছোট্ট কোনো লেখাকে পূর্ন লেখায় পরিনত করা । অর্থাৎ আপনি যেই ওয়াট টি বার বার লিখবেন ওই ওয়ার্ড টি ছেইব হয়ে থাকবে এবং পরবর্তি যখন আবার Same ওয়ার্ড টি লিখতে যাবেন তখনি লেখা সুরু করলেই বাকিটুকো চলে আসবে এবং Sprees ক্লিক করলে পুরো ওয়ার্ডটি চলে আসবে । তাই একটি লেখা বার বার লেখতে হচ্ছে না । আপনার সময় এবং কষ্ট কম লাগতেছে । ছোট্ট একটি Software কিন্তু কাজ খুবি ভালো । চাইলে আপনি ব্যবহার করে দেখতে পারেন ।
৪. Unchecky [Software Size: 1.29 MB]
এই Software টি আমাদের কম্পিউটারে জন্র খুবি দরকারি । কারন আমাদের কম্পিউটারে কোনো না কোনো ভাবে ভাইরাস্ ঠুকে পরে , এই সবল ভাইরাস্ এমিন এমনি আসে না । এই ভাইরাস্ গুলো কোনো না কোনো Software এর সাথে চলে আসে । আমরা লক্ষ করলে ধেখতে পাবো যে আমাদরে কম্পিউটারে কোনো Software ইনেস্টল করতে গেলে বিভিন্ন যায়গায় টিক মার্ক করতে হয় যেগুলো হয় তো আমরা ভালো ভাবে চেক করে নেই না । সেখানে একটি Software এর সাথে সাথে অন্য একটি Software ও ইনেষ্টল হয়ে যায় । যার মধ্যে বিভিন্ন রকম ভাইরাস্ থাকে যা আমাদের কম্পিউটারে জন্য অনেক ক্ষতিকর । কখনো কখনো দেখা যায় ইন্টারনেট চালু অবস্থায় থাকলেই একা একা কিছু Software ইনেষ্টল হয়। আর আপনি যদি Unchecky Software টি আপনার কম্পিউটারে ইনেষ্টাল করে রাখেন তা হলে একা একা কোনো রকমের কোনো Software ইনেষ্টল হবে না । এতে আপনার কম্পিউটার অনেকটাই ভাইরাস্ থেকে মুক্ত থাকবে । Software টি ভালো লাগলে অবশ্যেই একবার ব্যবহার করেই দেখুন ।
৫. QTTaBbar [Software Size: 4.63 MB]
এই Software টি আপনার কাজের সুন্দয্য বারানোর জন্য ব্যবহার করতে পারেন । অর্থাৎ আমরা যখন একটি ব্যাউজারে কাজ করি তখন দেখা যায় অনেক গুলো ট্যাব নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা যখন একটা ফোল্ডার নিয়ে কাজ করি তখন তো আলাদা আলাদা ট্যাব বানাতে পানি না , সেটা আলাদা আলাদা ইউন্ডো হিসেবে দেখা দেয় । কিন্তু আলাদা আলাদা ট্যাব নিয়ে কাজ করতে চাইলে এই Software টি ব্যবহার করতে পারেন । তাতে আপনার কাজ তারাতারি হবে অল্প সময় এবং কাজের একটা সুন্দরয্য দেখাবে । চাইলে ব্যবহার করতে পারেন ।
৬. WinDirstt [Software Size: 630 KB]
এই Software টি খুবি মজার একটি Software এর মাধমে আপনি আপনার কম্পিউটারে হারানো কিছু ফাইল খুজেবের করতে পারবেন । অথবা আপনার কম্পিউটারে অপ্রয়োজনিয় ফাইল গুলো খুজে বের করে Delete করতে পারবেন । অর্থাৎ আপনার কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে কতটুকো যায়গা দখল করে রেখেছে এবং কোন কোন ফাইল বেশি যায়গা দখল করেছে সেটা খুব সহজেই বের করতে পারবেন । প্রতিটি ফাইল আলাদা আলাদা কালার ধারন করবে মেন ভিডিও এর আলাদা কালার অডিও এর আলাদা কালার ছিপ ফাইল এর আলাদা কালার , যার কারনে খুব সহজেই আপনার কম্পিউটারে ফাইল গুলোকে চিহ্নিত করতে পারবেন । Software টি খুবি দারুন একটি Software চাইলে ব্যবহার করে দেখতে পারেন ।
৭.Recuva [Software Size: 7.28 MB]
এই Software টি খুবি ভালো একটি Software এর মাধ্যমে আপনার Delete করা ফাইল গুলো আবার ফিরিয়ে আনতে পারবেন । এই রকম অনেক Software আছে কিন্তু সব গুলো Software টাকা দিয়ে কিনে নিতে হবে । কিন্তু এই Software টি একদম ফ্রী কোনো টাকা দিয়ে কিনতে হবে না । এই Software এর মাধ্যমে আপনার ডিলেট করা ফাইল গুলোকে আবার রিকভারি করে ফিরিয়ে আনাতে পারবেন । চাইলে ব্যবহার করে দেখতে পারেন ।
৮. Ditto [Software Size: 21.9 MB]
এই Software টি মুলোত Copy past এর মতো । আপনি একটা লেখা কপি করলেন কিন্তু ভুলে আবারো একটা কপি করলেন তখন দেখা যাবে আগের কপি করা লেখাটা চলে গেছে এবং নতুন কপি করা লেখাটা আছে । আর যদি আপনি এই Software টি ব্যবহার করেন তা হলে আপনি চাইলে এক সাথে অনেক গুলো লেখা কপি করতে পারবেন । এবং আলাদা আলাদা যায়গা থেকে কপি করলেও সেই কপি করা লেখা গুলো মুছবে না । আপনি চাইলেই কপি করা লেখা গুলো Select করে যে কোনো টা ব্যবহার করতে পারেন । Software টি আপনার কাজকে অনেক সহজ করে দিবে আশা করি । চাইলে ব্যবহার করতে পারেন ।
৯. Ninite.com [Website]
এটি মুলোত একটি Website এর মাধ্যমে আপনার কম্পিউটারে খুব সহজে কোনো ঝামেলা ছারাই আপনার প্রয়োজনিয় Software ইনেষ্টাল করে নিতে পারবেন । কোনো রকম Download করা ছারাই , সরাসরি ইন্টারনেট থেকে । মনে করুন আপনার কম্পিউটার টি নতুন করে windows দিছেন তখন আপনার কম্পিউটারে কোনো software থাকবে না । আর আপনার প্রয়োজনিয় সকল software নতুন আপডেট ভারসোন গুলোে এই Website থেকে Download করতে পারবেন । এক সাথে অনেক গুলো select করে নিয়ে Download করতে পারবেন এবং ইনেষ্টাল একা একাই হয়ে যাবে ।
১০.Turbo Top [Software Size: 0.9 MB]
এই Software টির কাজ হচ্ছে সব সময় যে কোনো ইউন্ডো উপরে রাখা । অর্থাৎ আপনি একসাতে আপনার কম্পিউটারে অনেক গুলো ইউন্ডো ওপেন করে কাজ করতে থাকা অবস্থায় সব গুলো এক সাথে উপরে থাকে না । যেই ইউন্ডোর কাজ করবেন সেই ইউন্ডোই উপরে থাকবে বাকি ইউন্ডো গুলো নিচে চলে যাবে । আর আপনি যদি এই Software টি ব্যবহার করেন তা হলে আপনার কম্পিউটারে সকল ইউন্ডো একসাথে উপরে থাকবে । যারকারনে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে । আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন ।
এই রকম কম্পিউটার Software এর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ।
Netbd71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।
আসছালামু আলাইকুম।
Good
ReplyDeletePost a Comment