আসছালামু আলাইকুম বন্ধুরা ? কেমন আছো সবাই ? আসা করি আল্লাহ এর অসেস রহমতে ভালোই আছো ।
বিভিন্ন গাড়ি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন । আর গাড়িটি সম্পর্কে জানার পরে আপনার । অনুভূতি টা কেমন তাও জানাবেন ।
বর্তমানে 200কি.মি স্পিড কিছু মনে না হলেও একটা সময় এটাই ছিলো সব চাইতে দ্রুত গতির গাড়ি । কিন্তু এখন এই সময় 2021 শালে এসে এই গতি কিছুই না । পৃথিবীতে এমনো কিছু গাড়ি আছে যার গতি সম্পর্কে জানলে আপনার মাথা ঘুরে জাবে ।
১৯৮৭ শালে FERRARE F40 মডেলের একটি গারি বের করে যা 200 মাইল বেগে যেতে পারতো । কিন্তু এখন তা ৫ গুন বৃদ্ধি পেয়েছে ।
কিছু মানুষ এই সব গাড়ির গতি দেখলে মাথা ঘুরে পরে যাবে ।
HENNESSEY VENOM F5 এই গাড়িটি পৃথিবীর সব চাইতে দ্রুত গতির গাড়ি ।
গাড়িটি তৈরি করা হয় ২০১৪ সালে এবং কম্পানি হলো HENNESSEY । এই গাড়ি এখন প্রযন্ত পৃতিবীর সবচাইতে দ্রুত তম গাড়ি । এর সামনে এখনো কোনো গাড়ি গতির দিক থেকে এগোতে পারে নাই । গাড়িটি ঘন্টায় ৩০১ মাইল অর্থাৎ ৪৮৪.৪ কিলোমিটার ।
গাড়িটি ২৪৫০ পাউন্ট কার্বন ফাইবার দিয়ে তৈরি । এই গাড়িটির ইন্জিনের ক্ষমতা 1600 হট্সপাওয়ার ।
গারিটি এক মিনিটে 0.1 মাইল গতিতে গিয়ে আবার শূ্ন্যত্বে নেমে আসতে পানে ।
এতো দ্রুত তম গারি গয়ে এখন প্রযন্ত গিনিচ অফ ওয়াল্ড এ নাম লেখাতে পারে নি ।
গাড়িটি দেখতে যতটা সুন্দর কিন্তু গতির দিক থেকে তার চাইতেও ভয়ংকর । এই গাগির সাথে অন্য কোনো গাড়ির তুলোনা করাটা হবে আপনার বোকামি । এই গারি একমাএ দ্রুত তম গাড়ি । গাড়িটি দেখতে এতটা সুন্দর যে কারো মন কেরে নিবে ।
গাড়িটির দাম সুনলে হয় তো অবাগ হলেও হতে পারেন । গাড়িটির দাম ধরা হয়েছে $2.1 Million
আর ইন্ডিয়ান দাম হিসেবে [ Rs 15.45 crore] তা হলে ভাবুন বাংলাদেশে গাড়িটির মূল্য কত হতে পারে ।
গাড়িটি বাংলাদেশে কোনো দিন আসবে বলে মনে হয় না । গাড়িটি কারো কারো জীবনের শপ্ন হলেও কাচ থেকে কখনো দেখতে পারে নাই ।
এমন একটি গাড়ি বাংলাদেশে কখনো আসবে এটা ভাবাটা পুরোই ভূল হবে । The World Best Super Fast Car এই গাড়িকেই বলা হয় ।
গারিটির পুরো একটা ভিউ দেখতে চাইলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন HENNESSEY VENOM F5 তা হলেই আপনি গাড়িটির একটা ভিউ দেখতে পাবেন । অথবা চাইলে গুগোলেও দেখতে পারেন ।
পোষ্ট টি ভালো লাগতে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না । জানি দিন পৃথিবীর সব চাইতে দ্রুত গাড়ি কোনটি ।
Netbd71 এর সাথে থাকার জন ধন্যবাদ । ভালো থাকবে সুস্থ থাকবেন । আসছালামু আলাইকুম ।
Post a Comment